আনন্দের শুরুতেই চরম বিপত্তি , টয় ট্রেন থেমে গেল জঙ্গলের মাঝ রাস্তাতেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : প্রায় পাঁচ মাস পরে, ফের শুরু হয়েছিল টয় ট্রেনের পরিষেবা। আনন্দে উচ্ছল ছিলেন এমনকি টয়ট্রেন অধিকারীক এবং পর্যটকেরাও । কিন্তু শুরুতেই বিপত্তি, চলতে শুরু করে মাঝ রাস্তায় আটকে গেল টয় ট্রেন, এই বিপত্তি ঘটে তিন ধরিয়া স্টেশন এবং চুনাভাটির মধ্যে। ট্রেনের মধ্যে ছিলেন একজন সেকশন ইঞ্জিনিয়ার, তিনি মেরামতের কাজও করেন । জানা গেছে যান্ত্রিক ত্রুটির ফলেই এই বিপত্তি ঘটে। হঠাৎ করে টয় ট্রেন চলতে চলতে থেমে যাওয়ায়, বিপাকে পড়ে যান পর্যটকেরা। ট্রেন থেকে নেমে তারাও দেখতে শুরু করেন, ঠিক কথায় সমস্যা হচ্ছে। তবে টয় ট্রেন আধিকারিকদের কথায় দ্রুত কাজ শেষ করা হচ্ছিল, তাই বোঝা যায়নি কিছু বাকি আছে কিনা। এর ফলে কোন রকম বন্ধ থাকবে না টয় ট্রেন।

তারা এও জানায় টয় ট্রেন যখন চলতে শুরু করেছে, তখন চলবে। তবে পাঁচ মাস পর চলতে শুরু করেও আবার থেমে যাওয়ায় কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে টয় ট্রেনের যাত্রা। কারণ দ্রুত কাজ শেষ করতে গিয়ে, হয়ত ভিতরের কোন কাজ বাকি পড়ে গেছে,। আর এইসব রাস্তা যথেষ্ট দুর্গম, কোন কারণে বারে বারে এরকম টয় ট্রেন থেমে গেলে সমস্যায় পড়বেন সবাই। এদিকে ইঞ্জিনিয়াররা বলেন টয় ট্রেনের মেরামতির কাজ শেষ হয়ে গেলেও চালানো হবে না টয় ট্রেন। আবার একবার পর্যবেক্ষণ করে সবকিছু ঠিক মনে করলে, তবে আবার শুরু করা যাবে এই টয়ট্রেন যাত্রা। তবে ইঞ্জিনিয়াররা এও বলেন সেরকম কিছু নয়, প্রথম দিন কিছু যান্ত্রিক ত্রুটির ফলে এই ঘটনা ঘটলো। তবে নিয়মিতই চলবে টয় ট্রেন। আপাতত এই কথাই স্বস্তি পর্যটকদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *