আন্দোলনের সাথে সাথে এখন রাজনীতিও চলছে এটা সাধারণ মানুষ বুঝতে পেরেছেন, এমনটাই বললেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : আন্দোলনের নামে চলছে এখন রাজনীতি, এটা এখন সাধারণ মানুষ বুঝতে পেরে গেছেন, বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে মানুষকে ভুলিয়ে আন্দোলনের নামে এইসব কাজ করে যাচ্ছে, আন্দোলন এবং অবরোধ কোনদিন প্রতিবাদের ভাষা হতে পারেনা , না হলে একজন সন্তান সম্ভবা মহিলার মৃত্যু হয় না এইভাবে, জানান জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এই যে প্রতিবাদ চলছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যেটা হয়েছে সেটা জঘন্য, অন্যায় কাজ। এটা কখনোই মেনে নেওয়া যায় না। তাহলে এইভাবে বিশৃংখলার সৃষ্টি করে আন্দোলন চলবে? আপনারা সবাই নিজেরাই ভাবুন কি হচ্ছে? লোকসভা ভোটে জিততে না পেরে বিজেপি এই ধরনের নোংরা খেলায় মেতে উঠেছে। একটা জঘন্য থেকে জঘন্যতম কাজ হয়েছে, সিবিআই তদন্ত চলছে আর সিপিএম এবং বিজেপির কুৎসা রকিয়ে চলছে। সাধারণ মানুষ এটা কখনোই মেনে নিতে পারবেন না, সময় হলে সবাই বুঝবেন কি ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, তৃণমূল কখনো নোংরা করে রাজনীতি করে না, স্বচ্ছ ভাবে চলতে চেষ্টা করে, আমাদের দরকার অপরাধের সাজা, তাহলে এইভাবে কাজকর্ম বন্ধ করে কিছুই সমাধান হতে পারে না বলে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

বহু মানুষ আছেন চিকিৎসা না পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন, তাদের পরিবার এবং পরিজনেরা বিভ্রান্ত হয়ে পড়েছেন এর বিহিত করতে হবে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। ওটা বাংলা জুড়ে আন্দোলনের নামে যে ধরনের নোংরা রাজনীতি করে যাচ্ছে, সিপিএম এবং বিজেপি এটা জঘন্যতম কাজ। বিচার হোক অপরাধী সাজা পাক, তবে সাধারণ মানুষ যেন কোনভাবে বিধ্বস্ত না হয়। আমি একজন জেলা সভাপতি হিসেবে এটাই চাইবো সবকিছু শান্তিপূর্ণভাবে হোক, অপরাধের বিচার হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *