আবার ও বন্ধ এনআরএসের গেট, ধস্তাধস্তিতে জড়ালেন রোগীর আত্মীয়-চিকিৎসকরা
বেস্ট কলকাতা নিউজ : এ এক নজিরবিহীন ঘটনা ৷ পরিষেবা দেওয়ার পরিবর্তে হাসপাতাল চত্বরে চলছে একদিকে অবস্থান বিক্ষোভ , অন্যদিকে রোগীর পরিবারের সঙ্গে চিকিৎসকদের ধস্তাধস্তি৷ খোদ চিকিৎসকরাই আটকে রেখেছেন হাসপাতালের গেট৷ মঙ্গলবার সকাল থেকে এমনটাই ছবি দেখা গেলো নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ হাসপাতালের গেটের এপারে অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা৷ লোহার গেটের ওপারে একরাশ প্রশ্ন নিয়ে রোগী ও তাদের পরিবারবর্গ৷ গেট কেন বন্ধ? প্রশ্ন করতেই আন্দোলনকারীদের উত্তর, আমাদের নিরাপত্তা নেই৷ যতক্ষণ না আমাদের নিরাপত্তা নিশ্চিৎ হবে ততক্ষণ আন্দোলন চলবে৷ কাতর মুখে ফের প্রশ্ন এপার থেকে আজকেই তো ডেট দিয়েছে ডাক্তার আউট ডোরে৷ তার কী হবে? বেজার মুখে চিকিৎসকদের জবাব, পরে হবে৷
অসহায় অবস্থায় সুদূর সুন্দরবন, ক্যানিং অথবা মালদহ, মুর্শিদাবাদ থেকে আসা রোগীদের অবস্থা কী হবে? তা ভেবেই ক্লান্ত এনআরএসের সামনে অপেক্ষারত রোগীর পরিবারের লোকেরা৷ এদিকে হাসপাতালের প্রধান গেট বন্ধ করে অবস্থান আন্দোলনে অনড় এনআরএসের জুনিয়র চিকিৎসকরা৷
সমস্যার সূত্রপাত সোমবার রাতে৷ রণক্ষেত্রর আকার নেয় সরাকরি ওই হাসপাতাল চত্বর৷ চিকিৎসায় গাফিলতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ ওঠে৷ অভিযোগ ওঠে যে , মৃতের বাড়ির লোকেরা জুনিয়র চিকিৎসকদের প্রথমে মারধর করে ৷এতেই আহত হন দুই চিকিৎসক৷ তারা বর্তমানে নার্সিংহোমে চিকিৎসাধীন৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করতে হয় পুলিশকে৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয় ৷