আবার সিকিমে নামলো ব্যাপক ধস , বন্ধ হল জাতীয় সড়ক, চরম বিপাকে পর্যটকরা
নিজস্ব সংবাদদাতা : সিকিমের সিংথামে নামলো ব্যাপক ধস যার জেরে আবারও বন্ধ হল জাতীয় সড়ক। বন্ধ হয়ে যায় এমনকি বহু গুরুত্ব পূর্ণ যাতায়াতের রাস্তাও । বহু পর্যটক আটকেও পড়েন সিকিমে। সিকিমের মুখ্য দুটোই রাস্তা বৃষ্টিপাত এবং ধ্বসের কারণে আটকে যায়। এমনকি সিকিমের গাড়িগুলিকেও ঘুর পথে নিয়ে যাওয়া হয়, আটকে পড়ে বহু পর্যটকও।
সিকিমের মূল তিনটি রাস্তা ধ্বসের কারনে আটকে থাকা একদিন ঘুর পথে আসছেন পর্যটক। যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়ে স্থানীয় মানুষও । সিকিমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার কারণে , সমস্যা আরো বাড়ে। রংপু এবং ইনফিনে ধ্বস নামায় বহু মাল বোঝাই গাড়ি আটকে পড়ে । সিকিমের ধ্বসের কারণে সুযোগ পেলে পরিবর্তিত পথ ধরে অনেকেই চলে আসছেন দার্জিলিংএ। রাস্তা খারাপ থাকায় হোটেল বুকিং করে ও অধিকাংশ পর্যটকই দার্জিলিং এ চলে আসছেন । সিকিমের পরিস্থিতির দিকে নজর রাখে সিকিম সরকারও, অবস্থা সামাল দিতে সেনাবাহিনীকেও উদ্ধার কাজে নামানো হয়। একদিকে পুজোয় ব্যাপক বুকিং,অন্য দিকে সিকিমে ধস নেমে যাওয়ায় সমস্যা তৈরি হয়।