আমরা এসেছি মৃতদের ন্যায়বিচার আদায় করতে , রাহুল গান্ধী এমনটাই জানালেন লখিমপুরে পৌঁছে
বেস্ট কলকাতা নিউজ : লখিমপুরে পৌঁছে অবশেষে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করলেন দিনভর নাটক শেষে৷ তাঁরা শোকগ্রস্ত পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন এমনকি কংগ্রেসের তরফ থেকেও৷ উত্তরপ্রদেশ সরকার তাঁদের হিংসা বিধ্বস্ত জেলায় যাওয়ার ছাড়পত্র দেওয়ার পর গভীর রাতে রাহুল গান্ধি লখিমপুর খেরিতে পৌঁছান সীতাপুর থেকে বোন প্রিয়াঙ্কাকে নিয়ে৷
এদিকে লখিমপুরে পৌঁছে প্রথমে মৃত লাভপ্রীত সিংয়ের বাড়িতে যান কংগ্রেসের প্রতিনিধি দল৷ সেখান থেকে তারা দেখা করেন মৃত সাংবাদিক রমন কাশ্যপ এবং তারপর মৃত নাচাতার সিংয়ের পরিবারের সঙ্গেও৷ আজ কংগ্রেস সাধারণ সম্পাদকের প্রিয়াঙ্কা গান্ধি-সহ কংগ্রেসের প্রতিনিধি দলের বাকি মৃত ব্যক্তিদের বাড়িতে যাওয়ার কথাও রয়েছে৷ মৃত কৃষকদের পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া প্রসঙ্গে রাতেই কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা সাংবাদিকদের বলেন, ” একটাই কথা বলেছে ৩ টি ক্ষতিগ্রস্ত পরিবার৷ তাঁরা কোনো ক্ষতিপূরণ চান না, তারা একমাত্র ন্যায়বিচারই চান ৷” এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্রার ইস্তফা চেয়ে বলেন, “এই পরিবারগুলি ন্যায় বিচার পাবে না, মন্ত্রী যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করছেন৷ যেহেতু তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী, তাই নিরপেক্ষ তদন্ত সম্ভব নয় তিনি থাকলে৷”
আর এখনও গ্রেফতার করা হয়নি মন্ত্রীর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও৷ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা মন্ত্রীর ছেলের গ্রেফতারির দাবি জানিয়ে বলেন, “আমাদের ওরা গ্রেফতার করেছে এফআইআর বা কোনও নির্দেশ ছাড়াই৷ তাহলে কেন গ্রেফতার করা হবে না অপরাধীদের? “রাহুল গান্ধি এও জানান, ময়না তদন্তের রিপোর্টে সন্তুষ্ট নয় মৃতদের পরিবারের সদস্যরাও ৷ তিনি বলেন, “তাঁরা (মৃতদের পরিবারের সদস্যরা) যোগ্য শাস্তি চায় অপরাধীদের৷ কে আসল দোষী , তা সবাই ভালোমতোই জানে৷ অভিযুক্তের বাবা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হওয়ায় এখনও তাকে গ্রেফতার করা হয়নি৷ আমরা ন্যায়বিচার আদায় করতে এসেছি এই পরিবারগুলির জন্যই ৷”