আমারও মেয়ে আছে এই ঘটনা পর থেকে আমিও চিন্তিত তার জন্য, প্রণবেন্দু বাগচী
শিলিগুড়ি : আরজিকর নিয়ে গোটা রাজ্যের সাথে উত্তাল শিলিগুড়ি। প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন সম্প্রদায় মানুষ ডাক্তার,শিক্ষক বুদ্ধিজীবী, এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ। তাদের মধ্যে একজন প্রণবেন্দু বাগচী। নেতাজি কেবিনের মালিক, তিনি জানালেন এই ঘটনা আমাদের সবার কাছে লজ্জা, একজন মানুষ হিসাবে আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। দোষীরা শাস্তি পাক, অপরাধীদের বিচার হোক, তবে মানুষ শান্তি পাবে। আজ সারা বাংলা জুড়ে প্রতিবাদ তাদের কাছে এই ঘটনা প্রচন্ড দুঃখের কষ্টের। একজন ডাক্তার যার স্বপ্ন আছে আশা আছে ভবিষ্যৎ আছে, খেয়ে শেষ হয়ে গেল। কতগুলো পশুর থেকেও জঘন্যতম জীবের কাছে। তাদের বিচার হবে না? আমরা কি বিচার পাব না? সবাই তো আমরা মানুষ, আজকে আমরা কোথায় যাব? আমি ঘটনার সাথে জড়িত যারা আছে তাদের চরম থেকে চরম সাজা হোক। আমি একজন ব্যবসায়ী বেরোতে পারিনি, তবে এই ঘটনা আমার মনে প্রচন্ড দাগ কেটে গেছে। আমি এতদূর থেকেও চাই, আমারও মেয়ে আছে এই ঘটনা পর থেকে আমিও তার জন্য চিন্তিত। আমি চাই চরম কঠোর সাজা হোক অপরাধীর। জানালেন প্রণবেন্দু বাগচী।