‘আমি গোয়ারও মেয়ে’, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা তোপ বিজেপির ‘বহিরাগত’ কটাক্ষের বিরুদ্ধে
বেস্ট কলকাতা নিউজ : তিনি অবাধে যেতে পারেন দেশের যে কোনও জায়গায়৷ মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই স্পষ্ট করে জানালেন বিজেপির বহিরাগত কটাক্ষের প্রতিক্রিয়ায়৷ এদিকে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর ঠাসা ছিল একঝাঁক কর্মসূচিতে৷ এদিন সকাল থেকেই এক জায়গা থেকে অন্যত্র ছুটে বেড়াতে হয়েছে তাকে৷ বিজেপির তীর্যক মন্তব্যের জবাব দিয়েছেন এমনকি তার মধ্যেই৷ বিকেলে এক অনুষ্ঠানে তিনি এও জানান, তিনি শুধু বাংলার মেয়ে নন, তিনি গোটা ভারতেরই মেয়ে৷
উল্লেখ্য , মমতা ও তৃণমূল নেতারা পশ্চিমবঙ্গে বিজেপিকে বহিরাগত বলে কটাক্ষ করেছিলেন একুশের বিধানসভা নির্বাচনে৷ এবার তাকে নিজেকে সেই কটাক্ষের মুখে পড়তে হয় রাজ্যের বাইরে পা-রাখতেই৷ গতকাল তাঁকে বিজেপি কালো পতাকা দেখিয়েছে গোয়ায় পৌঁছতেই৷এমনকি তারা গো-ব্যাক স্লোগানও দেয় ৷ তাঁর বিমানবন্দর থেকে বেরিয়ে শহরে যাওয়ার পথে হিন্দুত্ববাদী সংগঠনের তরফেও বিক্ষোভ দেখানো হয়৷ এমনকি চলে জয় শ্রীরাম স্লোগানও৷ আক্রমণ থেমে নেই এসবের পরেও৷ এবার তাঁকে বহিরাগত বলা হচ্ছে গোয়ায় ৷ তবে তার প্রত্যুত্তরও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ে৷
এদিন দুপুরেই অমিত মালব্য মমতা বন্দ্যোপাধ্যায়ে সরাসরি গোয়ায় বহিরাগত বলে একটি টুইট করেন ৷ টুইটে লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় একজন ‘বহিরাগত’৷ বাংলায় তিনি চালিয়েছেন বিভাজনকারী একচেটিয়া প্রচার ৷ তাঁর দাবি যে তিনি ধর্মনিরপেক্ষ, যা অন্তসারশূন্য ৷ পশ্চিমবঙ্গে তাঁর বেশিরভাগ মুসলিম পার্টি ক্যাডার বিজেপি কর্মীদের ধর্ষণ এবং খুন করেছে ৷ সে সব কিছুই তাঁর চোখে পড়েনি ৷ ওঁর হাতে রক্ত লেগে রয়েছে ৷”