আমি নিজে গর্ব বোধ করি নেতাজি কেবিনের জন্য, জানালেন কর্ণধার প্রণবিন্দু বাগচী
নিজস্ব সংবাদদাতা : শীত আসছে, আর শীত এলেই চা এর বাজার শিলিগুড়িতে। এখন শিলিগুড়ি এবং তার আশেপাশে যদিও প্রচুর চা এর দোকান খুলেছে, তবে এখনো দাপটে চলছে নেতাজি কেবিন, এত দিনের দোকান, এতটা বৈচিত্র নেই। কর্ণধার এবং মালিক প্রববিন্দু বাগচী জানান আমি ঐসব দেখি না, কার কতটা বিক্রি হল, কার দোকানে কত লোক আসল, আমার একটাই উদ্দেশ্য যেভাবেই হোক আমার দোকানের সন্মান বজায় রেখে যাওয়া। প্রণববাবু এও জানান আমি চেষ্টা করি দোকানের কোয়ালিটি যেন সঠিকভাবে পরিচালিত হয়। অবশ্য সেই দিকেই যাচ্ছে, চা এর মান যে জায়গায় চলে গেছে অন্য দোকান ধরতে পারবে না নেতাজি কেবিনকে। আর এটাই গর্বিত করে প্রণব বাবুকে।


