আরও ৩ জন গ্রেফতার হল তৃণমূল নেতা ভাদু শেখ খুনের ঘটনায়
বেস্ট কলকাতা নিউজ : বীরভূম জেলা পুলিশ বিভিন্ন এলাকা থেকে মোট তিনজনকে গ্রেফতার করল রামপুরহাটের তৃণমূল নেতা ভাদু শেখ খুনের ঘটনায়।এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে মূলত মালদহ, ঝাড়গ্রাম এবং বীরভূম থেকেই । ধৃতরা হলেন, যথাক্রমে সঞ্জু শেখ, সেরা শেখ এবং রাজা শেখ। মূলত গত সোমবার রামপুরহাটে ভরসন্ধ্যায় ভাদু শেখ খুন হয়েছিলেন ।
কে বা কারা তাঁকে যেন বোম মেরে খুন করেছিল। মূলত তৃণমূলেরই অন্য গোষ্ঠীর দিকেই ছিল অভিযোগের তির। গোটা রাজ্য একরকম তোলপাড় হয় এই খুনের পর থেকেই।আর তারই বদলা নিতে সেদিন রাতেই বগটুই গ্রামের একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। নৃশংস ভাবে পুড়ে মারা যান ৯ জন। এখনও কাটেনি সেই হত্যালীলার রেশ।
হাইকোর্টের নির্দেশে বগটুইকাণ্ডের তদন্ত করছে সিবিআই। তবে এখনও রাজ্য পুলিশের হাতেই রয়েছে ভাদু শেখের খুনের তদন্তভার। এদিকে কেন্দ্রীয় সংস্থা সিবিআইও বেশ সক্রিয় বগটুই কাণ্ডের তদন্তে । লাগাতার তাঁরা জেরা করছেন সন্দেহভাজনদের। সেই সঙ্গে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শী, স্থানীয় ও স্বজনহারাদের বয়ানও রেকর্ড করা হচ্ছে বলেও।