আরও ৬৫টি স্টাফ স্পেশ্যাল ট্রেন চলবে আজ থেকেই , ভিড় এড়াতে এমনি সিদ্ধান্ত রেলের
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে আংশিক লকডাউন কার্যত বহাল থাকছে ১ জুলাই পর্যন্ত। তবে নিয়ম কানুন শিথিল করা হয়েছে বেশ কিছু কিছু ক্ষেত্রে। রাজ্য এখনই ছাড় দেয়নি গণপরিবহনের ক্ষেত্রে। এমনকি জানানো হয়েছে, এখনই চলবে না লোকাল ট্রেন, মেট্রো, সরকারি-বেসরকারি বাস। তবে সেক্ষেত্রে স্পেশাল ট্রেন চলবে আগের মতোই। আর সেই মতোই স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হল আজ থেকেই। মোট ৬৫টি অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হবে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে।
লকডাউন চললেও সরকারি-বেসরকারি অফিস খোলার ছাড়পত্র দেওয়া হয়েছে আজ বুধবার থেকেই। যার ফলে স্বাভাবিকভাবেই বেশ খানিকটা চাপ বাড়বে ট্রেনের ওপর। ট্রেনের সংখ্যা যদি না বাড়ানো হয় তাহলে সে ক্ষেত্রে সম্ভব নয় দূরত্ববিধি মেনে চলা। সেই জন্য আজ থেকে ৬৫ টির মধ্যে ৪৭ টি শিয়ালদহ এবং ২৫ টি ট্রেন হাওড়ায় বাড়ানো হচ্ছে। যার ফলে ৩৪২ টির জায়গায় স্পেশাল ট্রেন চলবে মোট ৪৬৭টি।