আরজিকর নিয়ে বিজেপি ঘৃণ্য রাজনীতি শুরু করেছে,সমাবেশ থেকে এমনটাই জানালেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার
শিলিগুড়ি : আরজিকর নিয়ে বিজেপির রাজনীতি নোংরামো ছাড়া আর কিছুই না । শিলিগুড়ির রথ খোলা ময়দানে টাউন টু ব্লক তৃণমূল কংগ্রেসের এক বিক্ষোভ সমাবেশে এসে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান আরজিকর নিয়ে বিজেপির এই রাজনীতি মানুষ বুঝতে পেরে গেছে। জঘন্য রাজনীতি এবং নোংরামো ছাড়া কিছুই হচ্ছে না, কত রোগী কত দুস্থ রোগী হাসপাতাল এবং মেডিকেল কলেজে চিকিৎসা করাতে এসে ফিরে যাচ্ছেন তার ঠিক নেই, কেউ দেখেও না, আর জি করের ঘটনার পরে ভারতবর্ষে কত রেপ হয়ে গেল তার প্রতিবাদ কোথায়? বিজেপি কি প্রতিবাদ করছে? না আরজি কর নিয়েই করতে হবে, তৃণমূলকে বিপাকে বিপদে ফেলতে হবে, তবেই তো রাজনীতি সফল হবে, কিন্তু বিজেপি ভুলে গেছে বাংলা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার মানুষের ভোটে জিতেই ক্ষমতা এসেছেন তাকে ওইভাবে নাড়ানো এবং নামানো যাবে না, এটা বাংলাদেশ নয় এটা ভারত বর্ষ, এখানে মানুষের মানসিকতা এবং চিন্তা ভাবনা সবার চাইতে আলাদা। তাই আরজিকর নিয়ে বিজেপি যতই চিৎকার চেঁচামেচি করুক কোন লাভ হবে না।
এদিন তৃণমূলের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা যুব এবং মহিলা তৃণমূল নেতৃত্ব। তিনি আরও বলেন গত দুদিন বিজেপি ছাড়া শিলিগুড়ি শহরজুড়ে যেরকম হাঙ্গামা শুরু করেছে, তাতে মানুষের শান্তির থেকে অশান্তিই বেড়েছে, একটা ঘটনা ঘটে গেছে যেটা নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক সেটাকে নিয়ে এত রাজনীতি বিজেপি শুরু করেছে সেটা ভাবার বাইরে। আমাদের তৃণমূল কংগ্রেস দল মা মাটি মানুষের দল, এই দলকে সহজে হারানো যাবে না অন্তত জঘন্য রাজনীতি করে, এমনটাই জানান ডেপুটি মেয়র । তিনি আরো জানান সত্যিটা একদিন বের হবেই এবং দোষীরা সাজা পাবেই, এটা বিজেপির নাটক তাই আপনারা কেউ এই নাটকে কান দেবেন না।