আরজি করার রেস চলছে পাহাড়েও, প্রতিদিন তৈরি হচ্ছে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা : আরজি করে রেস চলছে পাহাড়েও প্রতিদিনই বাড়ছে ক্ষোভ। সবচাইতে বড় কথা পাহাড়ে বসবাস করেন বিভিন্ন শ্রেণীর মানুষ। বিভিন্ন ভাষাভাষীর মানুষ। তাদের মাথায় ঢুকে গেছে আর জি কর এর ব্যাপারটা কতটা নিন্দনীয় এবং ঘৃণ্যতম। তাই বিভিন্নভাবে তারা আন্দোলনে নামছেন। গতকাল পাহাড়ে আন্দোলনে নেমেছিলেন চিকিৎসার সাথে জড়িত এবং যুক্ত বহু মানুষ। তাদের একটাই দাবি বিচার চাই এবং অত্যাচারীর শাস্তি চাই।আজ পাহাড়ে আন্দোলন শুরু করলেন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা। এবং এতটাই জোরদার আন্দোলন হল যে আশেপাশের দোকানগুলো প্রতিবাদ করে দোকানপাট সব বন্ধ করে দিলেন। পাহাড়ের মানুষ গতকাল এবং আজকে নিজেরা স্বতঃস্ফূর্তভাবে আরজি করে প্রতিবাদ নিয়ে
এক বিশাল মিছিল বের করলেন। পাহাড়ের প্রতিটি মানুষ যেটাতে স্বতঃস্ফূর্তভাবে তাদের সায় যাওয়ার কথা জানালেন। পাহাড়ের মানুষের একটাই কথা দোষী যদি শক্তিশালী হয় অপরাধ যদি ঘৃণ্যতোরও হয় তবে অপরাধে যেন পায় না পায়। টাইগার এল এবং মালেও টুরিস্টরা বিক্ষোভ প্রদর্শন করেন আরজি করে ঘটনা নিয়ে। পাহাড়ের কৃষক এবং শ্রমিক সম্প্রদায় মানুষ মোমবাতি এবং টর্চলাইট নিয়ে আরজি করার ঘটনা নিয়ে প্রতিবাদ করবেন বলে খবর। তবে দিন এখনো ঠিক হয়নি। তবে আরজি করের ঘটনার জন্য পাহাড় যে গর্জে উঠেছে গত তিন দিনের প্রতিবাদ তার প্রমান প্রতিবার তার প্রমান।