সিবিআইয়ের লুক আউট নোটিস জারি হল কয়লা কাণ্ডে অভিযুক্ত লালার বিরুদ্ধে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :বর্তমানে পলাতক কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝি৷ তাই সিবিআই লুক আউট নোটিস জারি করল লালার বিরুদ্ধে৷ ইতিমধ্যেই দেশের সমস্ত বিমানবন্দরে পাঠানো হয়েছে লালার ছবি-সহ নোটিস৷ সিবিআই সূত্রে আরো খবর, গতকাল সোমবার সকাল ১১ টায় লালা ওরফে অনুপ মাঝিকে হাজিরা দিতে বলা হয়েছিল সিবিআই দফতরে৷ কিন্তু তিনি সেখানে গরহাজির ছিলেন৷ তবে আইনজীবীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সিবিআই দফতরে তাঁর স্ত্রী৷

অন্যদিকে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা হন্যে হয়ে খুঁজছে লালাকেই ৷ ইতিমধ্যেই সিবিআই তল্লাশি অভিযান চালিয়েছে লালার অফিস,বাড়িসহ একাধিক ডেরায়৷ তার কিন্তু কোনো রকম খোঁজ পাওয়া যায়নি৷ এমনকি জানা যায়নি লালা কোথায় আছে সেই ব্যাপারেও৷ এরপরই সিবিআই লুক আউট নোটিস জারি করে তার বিরুদ্ধে৷

সিবিআই সূত্রে আরও খবর, সিবিআই তলব করেছে লালা ওরফে অনুপ মাঝির সহযোগী ব্যবসায়ী নীরজ সিংহকে৷ নীরজ সিংহের বিরুদ্ধে আরও অভিযোগ লালার হয়ে প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রাখত নীরজই৷ সম্প্রতি সিবিআই জোরদার অভিযান চালায় কয়লা পাচার কান্ডের তদন্তে৷ সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছে এমনকি কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, রানিগঞ্জ, দুর্গাপুর, আসানসোল–সহ রাজ্যের ৩০টি জায়গায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *