আরজি করের ঘটনায় প্রতিবাদের স্বর এবার পেইন গেস্টের ছাত্রীদের মধ্যেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : সবাই প্রতিবাদ করছেন, এবারে বাদ গেলেন না পেইন গেস্ট থাকা ছাত্র ছাত্রীরা। শিলিগুড়ির কলেজপাড়া হাকিম পাড়ায় বহু ছাত্রী থাকেন যারা শিলিগুড়িতে পড়াশোনা করেন , অথবা চাকরি করেন, তারা পেন গেস্ট হিসাবে থাকেন। এবার তাদের মধ্যে থেকে প্রতিবাদের স্বর সামনে আসলো। মোমবাতি জ্বালিয়ে গোটা বাঘা যতীন পার্ক জুড়ে তারা প্রতিবাদ করলেন। বেশিরভাগই ছাত্রী তাদের একটাই দাবি ছিল, আরজিকর ঘটনা দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে।

এক ছাত্রী জানান আমরা শিলিগুড়িতে এসেছি পড়াশোনা করতে বা চাকরি করতে, আমাদের প্রতি ক্ষেত্রে একা একা চলতে হয়, সব সময় আতঙ্ক থাকে, যে আতঙ্কর মধ্যে থাকেন আমাদের বাবা-মা। আরজিকরের ঘটনা আরো আতঙ্ক বাড়িয়ে দিয়েছে আমাদের সবার, এখন বাইরে থেকে পড়াশোনা করাই এখন আমাদের কাছে একটা বড় লড়াই হয়ে উঠেছে। কারণ কোথায় কখন কি হয়ে যাবে সেটা আমরা জানি না। তাই একসাথে প্রতিবাদ করতে চাই আমরা, অন্তত দোষী ব্যক্তির শাস্তি হোক, তবে কিছুটা হলেও শক্তি পাব আমরা। সময় আসবে সময় চলে যাবে কিন্তু আরজি করের ঘটনা আমাদের মন থেকে কখনো মুছে যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *