আর্থিক প্রতারণা IPS অফিসার পরিচয়ে! অবশেষে ভুয়ো আধিকারিক ধরা পড়ল কলকাতা পুলিশের জালে
বেস্ট কলকাতা নিউজ : ফের এক ভুয়ো আইপিএস অফিসার ধরা পড়ল কলকাতা পুলিশের জালে। কলকাতা পুলিশের হাতে অঙ্কিত কুমার সিং নামে ওই ভুয়ো আইপিএস অফিসার গ্রেপ্তার হয় বালি এলাকা থেকে। ধৃতকে ইতিমধ্যেই পুলিশ আদালতে পেশ করেছে। এদিকে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদেরও ভাবনা রয়েছে তদন্তকারীদের।
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী , অঙ্কিত সিং নিজেকে পরিচয় দিত সাইবার ক্রাইম থানার আধিকারিক বলেই। এমনকি সে দাবি করত টাকার বিনিময়ে সাইবার ক্রাইমে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি করে দিতে পারে বলেও । কারও থেকে ২০ হাজার আবার কারও থেকে এক লক্ষ টাকাও দাবি করত অঙ্কিত। এমনকি সে হুমকিও দিত কেউ টাকা দিতে রাজি না হলে। এমনকি ওই যুবক প্রতারণা চালিয়ে যাচ্ছিল কলকাতা পুলিশের লোগো ব্যবহার করেই। দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের কাছে জমা পড়ে অঙ্কিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ। সেই অনুযায়ী পুলিশ নজর রেখেছিল তার গতিবিধির উপরও। এদিকে, অঙ্কিত আগেই আঁচ করেছিল সে ধরা পড়তে পারে পুলিশের জালে। পুলিশ সূত্রে আরও খবর, একাধিকবার অঙ্কিত নিজের মোবাইল নম্বর বদল করে। তবে শেষরক্ষা হল না তাতেও। পরিবর্তে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে হাওড়ার বালি এলাকা থেকে।