আলাদা রাজ্যের দাবিতে ফের রেল অবরোধ কোচবিহারে, চরম ভোগান্তিতে পড়লো রেল যাত্রীরা
নিজস্ব সংবাদদাতা : হুঁশিয়ারি দিয়ে আবার আন্দোলনে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। আলাদা রাজ্য হিসাবে কোচবিহারের স্বীকৃতির দাবিতে প্রায় ৮ বছর পর আবার ‘রেল রোকো’ আন্দোলনে নামল ওই সংগঠন। এর জেরে উত্তর-পূর্ব ভারতের রেল পরিষেবা প্রভাবিত হয়েছে। বাতিল হয়েছে নিউ জলপাইগুড়ি-গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস, বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ইত্যাদি। ঘুরপথে যাত্রা করছে ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, আনন্দবিহার অরুণাচল এক্সপ্রেস, নয়াদিল্লি এক্সপ্রেস এবং কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেস। স্বাভাবিক ভাবে অসুবিধার সম্মুখীন হয়েছেন প্রচুর যাত্রী। সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছেন, বয়স্ক এবং বাচ্চারা। রেল অবরোধ থাকার কারণে ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হচ্ছে তাদের ট্রেনের মধ্য বা স্টেশনে। গন্ডগোলের আশঙ্কায় আরপিএফও মোতায়েন করা হয়। আনা হয় বিশাল পুলিশ বাহিনী।
এদিকে গ্রেটার কোচবিহারের তরফ থেকে জানানো হয়েছে, দিনের পর দিন তাদের টাল বাহানা করে দমিয়ে রেখেছে সরকার। কিন্তু এবার তারা কোন কথাই শুনবে না, যদি তাদের দাবি না মানা হয়, তবে আগামী দিনে তারা আরো বড়সড় আন্দোলনে নামবেন বলে জানিয়ে দিয়েছেন তারা। এদিকে কোচবিহারের এই আন্দোলনের কারণে অনিশ্চিত হয়ে যেতে পারে শিলিগুড়ি কোচবিহার বাস চলাচল। গন্ডগোলের আশঙ্কায় যাত্রীরা তাদের কাটা বাসের টিকিট বাতিল করেছেন বলে জানা গেছে।