আলিপুর চিড়িয়াখানা থেকে উধাও একের পর এক পশু, অবশেষে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
বেস্ট কলকাতা নিউজ : আলিপুর চিড়িয়াখানা থেকে কয়েকশো প্রাণী উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠছে। এই নিয়ে এবার প্রশ্ন তুললেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার। কীভাবে চিড়িয়াখানার মধ্যে থেকে পশুর সংখ্যা কমে যাচ্ছে? রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। একেই সঙ্গে এই বিষয়টি নিয়ে ‘স্বাধীন’ নামে একটি সংস্থার পক্ষ থেকে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। গত ৩০ বছর ধরেই এই গোপন গরমিল চলেছে বলে দাবি ‘স্বাধীন’-এর। ফলে আদালতের কাছে তাদের আবেদন, অন্তত গত দশ বছরের সমস্ত হিসেব খতিয়ে দেখা হোক। যদিও, বনদফতর ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, সংখ্যাটি শুধুমাত্র গণনার ভুল।

অপরদিকে, জহর সরকারের বক্তব্য, ১৯৯৬ সালে ১ হাজার ৮৭২ পশু ছিল। সেখানে ২০২৫ সালে তা কমে দাঁড়িয়ে ৩৭২ টি। এই হারে পশুর সংখ্যা কমার কারণ কী? হাতি, জিরাফ ইত্যাদি তালিকাতেই নেই। কারচুপি বা গাফিলতি চলছে। কলকাতার ভবিষ্যতের জন্য এই বিষয়টি ভয়ঙ্কর বলে অভিযোগ করা হয়েছে। জহর সরকার আরও বলেন, “ সরকারকে এর জবাব দিতেই হবে। কয়েক বছর আগে যেখানে পশুর সংখ্যা ছিল ১৮৭০, এখন তা এসে দাঁড়িয়েছে ৩৫১ তে । এক বছরে ৩২১ না ৩২২টি পশুর কোনও হদিশ নেই। কোনও বেসরকারি চিড়িয়াখানায় গেছে নাকি বিক্রি হচ্ছে? চিড়িয়াখানার উন্নতি হচ্ছে কি না সেই নিয়ে কোনও পদক্ষেপ করতে দেখিনি। সরকারের টাকার দরকার। তার তো পদ্ধতি থাকবে। কত বাঘ, কত সিংহ, কত জিরাফ আছে তার কোনও নথিভুক্ত নেই।”