আশঙ্কা তথ্য ফাঁসের ! কেন্দ্র তলব করলো Airtel-Jio-Ola-Uber-Truecaller-কে
বেস্ট কলকাতা নিউজ : তথ্য ফাঁস হচ্ছে? এই আশংকায় কেন্দ্রের সংসদীয় প্যানেল বিষয়টি খতিয়ে দেখতে তলব করল বেশ কয়েকটি সংস্থাকে। এই সংস্থাগুলির তালিকায় রয়েছে টেলিকম অপারেটর সংস্থা জিও এবং এয়ারটেল, রয়েছে অনলাইন ক্যাব সংস্থা উবের ও ওলার মতো সংস্থাগুলি। ইতিমধ্যেই এই সমন পাঠায় কেন্দ্রের জয়েন্ট পার্লামেন্টারি কমিটি।
বিজেপির লোকসভা সাংসদ মীনাক্ষী লেখি এই পার্লামেন্টারি কমিটির দায়িত্বে রয়েছেন। বর্তমানে পার্সোনাল ডেটা প্রোটেকশান বিল. ২০২০ নিয়ে কাজ করছে এই কমিটি। এই সংস্থাগুলিকে পাঠানো নোটিশে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিনিধিকে পার্লামেন্টারি কমিটির সামনে পাঠাতে হবে ৪ নভেম্বরের মধ্যে। দুটি সাক্ষাতও করতে হবে সমস্ত প্রয়োজনীয় তথ্য সহ। ৪নভেম্বরের মধ্য দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে ওলা ও উবেরের প্রতিনিধিদের। এয়ারটেল ও ট্রুকলারের প্রতিনিধিদের জানানো হয়েছে ৬ই নভেম্বরের মধ্য দেখা করতে হবে বলে। তবে খবর মিলেছে এদের প্রত্যেককেই পৃথকভাবে দেখা করতে হবে বলেই।