করোনার মারাত্মক স্প্রেডার একমাত্র শিশুরাই, এমনটাই জানালেন ICMR অধিকর্তা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আইসিএমআর অধিকর্তা বলরাম ভার্গব শোনালেন রীতিমতো উদ্বেগের কথা। তাঁর মতে, ‘‘একমাত্র শিশুরাই হলো করোনার মারাত্মক স্প্রেডার। এটা ভাবা যায়নি এর আগে। কিন্তু এব্যাপারে বেশ অকাট্য প্রমাণও মিলেছে বেশ কয়েকটি ক্ষেত্রে।’’ অভিভাবকদের উদ্বেগও বহুগুণে বেড়ে গিয়েছে এমনকি খোদ আইসিএমআর কর্তার এমন আশঙ্কায়। শুরু থেকেই আশঙ্কা করা হচ্ছিল বেশি বয়সী ও আগে থেকে অন্য রোগে কাবু থাকা মানুষজনেরই করোনায় সংক্রমিত হয়ে পড়ার সম্ভবনারাও। এমনকি প্রবীণদেরও করোনায় সংক্রমিত হতে দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রেই।

এমনকী অধিকাংশই প্রবীণ করোনা আক্রান্ত হয়ে মৃতদের ক্ষেত্রে। বিশেষজ্ঞরা এমনকি মনে করেছিলেন শিশুদের ক্ষেত্রে এই ভাইরাস ততটা বিপজজনক নয় বলেই। কিন্তু খোদ আইসিএমআর অধিকর্তা বলরাম ভার্গব এবার চোখ কপালে তোলার মতো খবর শোনালেন। আইসিএমআর অধিকর্তা এ বিষয় বলেন, ‘‘করোনার মারাত্মক স্প্রেডার হলো শিশুরাই । আগে কিন্তু এটা ভাবা যায়নি। কিন্তু বেশ কয়েকটি ক্ষেত্রেও অকাট্য প্রমাণ মিলেছে এব্যাপারে।’’ একইসঙ্গে তিনি উদ্বেগ বাড়িয়ে আরও জানিয়েছেন, গোটা বিশ্বে একমাত্র ভারতেই করোনার সংক্রমণ বেশি মাত্রায় ছড়িয়েছে শিশুদের মধ্যে। ইতিমধ্যেই বিশেষজ্ঞরা গবেষণা চালাচ্ছেন শিশুদের মধ্যে করোনার সংক্রমণ ছড়ানো নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *