পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে ‘ তরুণীর ২ লক্ষ টাকা হাতিয়ে নিল ‘সিবিআই’ এর ভয় দেখিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : তিন ‘ভাই’য়ের পাল্লায় পড়ে ২ লক্ষ টাকা খোয়ালেন এক তরুণী। এমন সাইবার ক্রাইমের অভিযোগ সম্ভবত প্রথমবার শোনা গেল। ওই তরুণীকে বিয়ের উপহার দেওয়ার নাম করে তিন ‘ভাই’ কার্যত পথে বসিয়ে ছাড়লেন। ইন্দিরানগরের ওই তরুণীর অভিযোগ, গত মাসে ইনস্টাগ্রামে রবি কুমার, রানা প্রতাপ সিং, মনোজ নামে তিনজনের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনজন তাঁকে বোন পাতিয়েছিলেন। তরুণীও সোশ্যাল মিডিয়ায় তিন ভাই পেয়ে দারুণ খুশি হয়েছিলেন। সেই ভাইয়েরাই পরে অন্য রূপ নিল বলে অভিযোগ তাঁর।

পুলিশকে ওই মহিলা বলেন, “রবি কুমার ফোনে প্রথম আমার সঙ্গে কথা বলেন। বলেছিলেন আমাকে বিয়ের উপহার পাঠাবেন। তার জন্য আমার কাছ থেকে আধার কার্ড, ছবি ও অন্যান্য ডকুমেন্ট চান। বলেছিলেন, শিপিংয়ের জন্য লাগবে।”

অভিযোগ, এরপর মনোজ ফোন করেন তাঁকে। বলেন, বিমানবন্দরে জিনিসগুলি আটকেছে। প্যাকেজটা ছাড়াতে প্রাথমিকভাবে কিছু টাকা লাগবে বলে জানান। তরুণীর দাবি, তিনি টাকা দিতে রাজি হননি। এরপর মনোজ তাঁকে সিবিআই, ক্রাইম ব্রাঞ্চের ভয় দেখান। নানারকম চাপের মুখে তিনি ১.৯৪ লক্ষ টাকা কিউআর কোডের মাধ্যমে পাঠান বলে জানান। নর্থ জ়়োনের ডেপুটি কমিশনার অব পুলিশ অভিজিৎ শঙ্কর বলেন, এফআইআর দায়ের হয়েছে। তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *