ইনার হুইলস্ অফ শিলিগুড়ি উত্তরায়ণ এর উদ্যোগে শিলিগুড়ি রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে নিঃশুল্ক চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : ইনার হুইলস্ অফ শিলিগুড়ি উত্তরায়ণ এর উদ্যোগে শিলিগুড়ি রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে নিঃশুল্ক চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। মেয়র এদিন জানান আজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিতে এই ধরনের কাজ সত্যি একটা আলাদা মর্যাদা রাখবে। যারা যারা চোখের পরীক্ষা করতে আসলেন , তারাও একটা ভালো দিনে সাক্ষী হয়ে থাকলেন। স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা শিবির আজকের দিনে সত্যিই যথেষ্ট মূল্যবান। আজকের দিনে সবার পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না , একবার এই দুটি পরীক্ষা করানোর। যারা উদ্যোক্তা তাদের এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এও বলি যদি কোন ভাবে আমার সাহায্যের প্রয়োজন হয় , এবং শিলিগুড়ি পুরসভার সাহায্যে প্রয়োজন হয় আমরা পাশে ছিলাম, আমরা পাশে আছি এবং আমরা পাশে থাকবো। এখানে যেসব ডাক্তার এবং মেডিকেলে কর্মরত কর্মীরা এসেছিলেন তাদেরও অসংখ্য অসংখ্য অভিনন্দন আমার তরফ থেকে, এমন একটি দিনে এই উদ্যোগের পাশে দাঁড়িয়ে সহায়তা করে করে গেলাম। যা একটা আলাদা অনুভূতি রেখে গেল । তিনি এও জানান বিশ্ব মহিলা দিবস যারা যারা আসলেন এবং যারা যারা কাজ করে গেলেন তাদের সাথে আমরাও এক অসাধারণ দিন কাটালাম।
