বেআইনি রান্নার গ্যাসের ব্যবসা চলছিল রমরমিয়ে, ২ ব্যবসায়ী অবশেষে গ্রেফতার বারুইপুর এলাকায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আবার বারুইপুরে চোরাই রান্নার গ্যাসের চক্রের পর্দা ফাঁস হলো পুলিশের বিশেষ তত্‍পরতায়। উদ্ধার করা হয়েছে এমনকি ১৪ টি রান্নার গ্যাসের সিলিন্ডার। প্রসঙ্গত এর আগে ও ৪৭ টি বেআইনি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছিল বারুইপুর এলাকা থেকে। তবে এবার বারুইপুর থানার পুলিশ বিশেষ তত্‍পর হল রান্নার গ্যাসের কালোবাজারি রোধ করতে ।এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তারও করা হয় এমনকি বারুইপুর এলাকা থেকে। পলাতক এক অবৈধ গ্যাস ব্যবসায়ী । ১৪ টি গ্যাস সিলিন্ডার সহ ওয়েট মাপার যন্ত্র ও গ্যাস রিফিলিং মেশিন উদ্ধার করেছে বারাইপুর থানার পুলিশ।

দিন দিন রান্নার গ্যাসের দাম‌ বাড়ছে লাফিয়ে লাফিয়ে । সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে ওঠার অবস্থা এমনকি সংসার চালাতে গিয়েও।অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে তখনএদিকে ক্রমশ মধ্যবিত্তের হেঁসেলে বাড়ছে গ্যাসের দাম। তারই মধ্যে ১৪ টি রান্নার গ্যাসের সিলিন্ডার উদ্ধার হল বারুইপুরে। বারুইপুর থানার পুলিশ বেআইনি গ্যাস ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামে গতকাল রবিবার রাতেই । ২ অবৈধ ব্যবসায়ী গ্রেপ্তার অবৈধ ভাবে ডোমেস্টিক রান্নার গ্যাস অটোতে ভরার অভিযোগে । পলাতক ১ । বারুইপুর থানার পুলিশ গ্রেপ্তার করে বারুইপুর চামপাহাটি চিনের মোড় থেকে অলক নস্কর ও কুমোর হাট এলাকা থেকে রুস্তম গাজী নামে দুই অবৈধ গ্যাস ব্যবসায়ীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *