ইন্ডিগোর ফ্লাইট বাতিল, বাগডোগরা এয়ারপোর্টে উপচে পড়লো যাত্রীদের প্রবল ভীড়
বাগডোগরা : নতুন শুল্ক নিয়ম থেকে সাময়িকভাবে অব্যাহতি সত্ত্বেও, পাইলট তালিকা সংক্রান্ত সমস্যার কারণে ইন্ডিগো চারটি প্রধান বিমানবন্দরে ৪০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। বিমান সংস্থাটি ক্ষমা চেয়েছে, ফেরত প্রক্রিয়া করছে এবং আটকে পড়া যাত্রীদের সহায়তার ব্যবস্থা করছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এই বিঘ্নের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেন। এদিকে ফ্লাইট বাতিল হবার কারনে এদিন বাগডোগরা এয়ারপোর্টে যাত্রীদের ভীড় উপচে পড়ে। বহু যাত্রী দুর থেকে এসে কোনো উপায় না দেখতে পেয়ে শুয়ে পড়েন এয়ারপোর্ট এর মধ্যে। জানা গেছে বহু যাত্রী এদিন ক্ষোভ দেখাতে শুরু করেন এয়ারপোর্টের মধ্যে। অনেকেই জানান চিকিৎসার কারনে বাইরে যেতে হবে, এয়ারপোর্ট কতৃপক্ষ কিছু না জানিয়ে কিভাবে ফ্লাইট বাতিল করলো। অনেকেই তাদের মোবাইল এ মেসেজ পান নি, তারাও ক্ষোভ জানান। অনেকেই উপায় না দেখে ট্রেন এ টিকিট করে ফেলেন অনলাইনে। সব মিলিয়ে এদিন একটা অদ্ভুত দৃশ্য দেখলো বাগডোগরা এয়ারপোর্ট কতৃপক্ষ। দেখলেন এমনকি যাত্রীরাও।


