ইরান থেকে পঞ্জাব যাওয়ার পথে মুম্বই বন্দর থেকে উদ্ধার ২০০০ কোটি টাকার হেরোইন !
বেস্ট কলকাতা নিউজ : মুম্বইয়ের ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্স (ডিআরআই) উদ্ধার করল ২০০০ কোটি টাকার হেরোইন মাদক। জানা গেছে জলপথে ২৮৩ কেজি ওজনের মাদক আসছিল মধ্যপ্রাচ্চের ইরান থেকে। সড়কপথে তা পঞ্জাবে পৌঁছনোর কথা ছিল নভি মুম্বইয়ের জওহরলাল নেহরু বন্দর হয়ে। ডিআরআই আধিকারিকরা আরও জানিয়েছেন,এই বিপুল পরিমাণ হেরোইন ঢাকা ছিল দুটো কন্টেনারে ট্যালকম পাথর দিয়ে।
এই ঘটনায় ইতিমধ্যেই প্রভজিত সিং নামক এক সাপ্লায়ারকে গ্রেপ্তার করা হয়েছে পঞ্জাবের তরণ তারণ এলাকা থেকে। আরও দু’জন মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার হয়েছে।গত সপ্তাহেই, ২৮ জুন ১২৬ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেন কাস্টমস অফিসাররা। এই হেরোইন পাওয়া যায় এক দক্ষিণ আফ্রিকান নাগরিকের কাছে। গত ছ’ মাসে ৬০০ কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে শুধুমাত্র দিল্লি বিমান বন্দর থেকেই । সোমবার একথা জানিয়েছেন কাস্টমস আধিকারিকরা।
এদিকে, গত বছর আগস্ট মাসে ১৯১ কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয় নভি মুম্বইয়ের এই জওয়ারলাল নেহরু বন্দর থেকে। তার দাম ছিল প্রায় ১০০০ কোটি টাকা। পুলিশ আধিকারিকদের বিশ্বাস, এই মাদক আফগানিস্তান থেকে এসেছিল কার্গো কন্টেনারে করেই।