ইলিশের জোগান উপচে পড়েছে মরশুমের শুরুতেই! পড়তে চলেছে মাছে-ভাতে বাঙালির পাতেও, নামতে পারে দামও
বেস্ট কলকাতা নিউজ : মাছে-ভাতে বাঙালির পাতে পড়তে চলেছে ইলিশ। মরশুমের শুরুতেই ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে ঢুকেছে ৩ টন ইলিশ। দু’মাস মাছ ধরা বন্ধ থাকার পর ১৫ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীরা। শুক্রবার ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মাছের আড়তে প্রায় ৩ টন ইলিশ ঢুকেছে।
উল্লেখ্য দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের এই নগেন্দ্র বাজার মৎস্য আড়ত এশিয়ার মধ্যে বৃহত্তম মাছ বাজার বলে পরিচিত। দক্ষিণ ২৪ পরগনার এই প্রান্ত থেকে ওঠা ইলিশ গোটা জেলা তো বটেই শহর কলকাতার বাজারগুলিতেও সরবরাহ করা হয়। এছাড়াও একাধিক জেলায় যায় ডায়মন্ড হারবারের ইলিশ। মরশুমের শুরুতেই ডায়মন্ড হারবারে ইলিশের জোগান ভালো থাকায় মাছ ব্যবসায়ীরা বেশ আশান্বিত।