ইসলামের স্লোগান ভেসে উঠল কলকাতা ISKCON-এর ওয়েবসাইটে, এমনকি দেখা গেল ‘আল মশাল’-এর নামও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। সংখ্যালঘু হিন্দুরা প্রতিবাদ করলেই অত্যাচারের শিকার হতে হচ্ছে। ইসকন -কে নিষিদ্ধ করার দাবি উঠতে শুরু করেছে বাংলাদেশের মাটিতে। এরই মধ্যে এপার বাংলার ইসকনের ওয়েবসাইট হ্যাক হয়ে গেল।এদিকে দু দিন ধরে ঠিকভাবে কাজ করছিল না নিউ টাউন, ইসকন-এর ওয়েবসাইট। প্রাথমিকভাবে সদস্যরা মনে করেছিলেন এটা কোনও প্রযুক্তিগত ত্রুটি। কিন্তু আজ শনিবার সকালে ওয়েবসাইট খুলে চমকে যায় ইসকন কর্তৃপক্ষ।

এদিন সকালে দেখা যায় ওয়েবসাইটে ভেসে উঠছে ইসলামি ভাষার স্লোগান। “আল মশাল” নামে একটি ইসলামি সংগঠন ওই ওয়েবসাইট হ্যাক করেছে বলে অভিযোগ। এই অবস্থা দেখেই সঙ্গে সঙ্গে নিজেদের ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিবিদদের নিয়ে এসে ওয়েবসাইট মেরামত করা হয়েছে। আপাতত ঠিকভাবেই খুলছে নিউটাউন ইসকন-এর ওয়েবসাইট।

উল্লেখ্য, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বারবার প্রতিক্রিয়া দিচ্ছে ইসকন। কলকাতার ইসকন-এর তরফে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের তীব্র নিন্দা করা হয়েছে। সেই সঙ্গে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়েও সরব হয়েছে তারা। এখনও পর্যন্ত জেলেই রয়েছে চিন্ময়কৃষ্ণ দাস। আইনজীবী পেতেই কালঘাম ছুটেছে তাঁর। আইনজীবী পাওয়া গেলেও শুনানি পিছিয়ে যাচ্ছে। এমনকী আইনজীবীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *