উত্তর ভারত ক্রমশ কাঁপছে প্রবল ঠান্ডায়, রেকর্ড বৃষ্টিপাত এমনকি রাজধানী দিল্লিতেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : উত্তর ভারত ক্রমশ কাঁপছে প্রবল ঠান্ডায়। এদিকে, দিল্লি রেকর্ড গড়েছে শীতকালীন বৃষ্টিপাতেও । ভেঙে গিয়েছে এমনকি ১২১ বছরের রেকর্ডও । দিল্লিতে বৃষ্টি হয়েছে ৮৮.২ মিলিমিটার। মানচিত্রের আরও একটু উপরের দিকে তো বরফে জমে যাওয়ার অবস্থা। কাশ্মীরের কুলগামে পারদ শূন্যের নিচে, গুলমার্গের তাপমাত্রা মাইনাস ৭ ডিগ্রি। জম্মু থেকে কাশ্মীর যাওয়ার যে হাইওয়ে,৫ ইঞ্চি বরফের তলায় তার অনেকটা অংশ। পিছিয়ে এমনকি নেই হিমাচল প্রদেশও।ক্রমশ বরফ পড়ছে পর্যটকপ্রিয় সিমলায় । এদিকে যানবাহন চলাচল বন্ধ করে দিতে হয়েছে ২টি জাতীয় সড়ক ও রাজ্যের ১৪৭টি রাস্তায়। ডালহৌসি ভেঙেছে তুষারপাতের রেকর্ড। এছাড়াও দফায় দফায় তুষারপাত হচ্ছে উত্তরাখণ্ডের নৈনিতাল, মুসৌরিতেও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *