উত্তরবঙ্গে কেন দাপট কমছে বিদেশী পাখির? তারই উত্তর খুজছেন পাখী বিশেষজ্ঞরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : আগে গোটা উত্তরবঙ্গ জুড়ে ছিল বিদেশী পাখির আনাগোনা, সাইবেরিয়া, অষ্ট্রিয়া এবং পোল্যান্ড থেকে প্রচুর বিদেশী পাখি আসত উত্তরবঙ্গে। এবারে শুধু নয় বেশ কয়েক বছর ধরে একেবারেই কমে গেছে বিদেশী পাখির আগমন, কারনটা খুজতে গিয়ে পাখি বিশেষজ্ঞরা জানিয়েছেন আগের মত পরিবেশ না পাওয়াই এর সবচাইতে বড় এবং প্রধান কারন।

উত্তরবঙ্গে যে সব বিদেশী পাখিরা আসত তাদের মধ্যে অধিকাংশ পাখিই শীত প্রধান দেশের, যখন পাখিরা এখানে এসে পৌছাতো সেটা নভেম্বর এর প্রথম দিকটায়, সেই সময় গরম থাকায় বছরে একবার আসা পাখীরা অনেক টাই সরে যায়, উত্তরবঙ্গে ঢোকা থেকে, এর উপরে পাখি শিকারীদের কারনও একটা প্রধান বিষয় হয়ে দাড়িয়েছে, তৃতীয়ত যে যে ধরনের খাবার খেতে পাখিরা পছন্দ করে, সেটাও পাচ্ছিল না তারা, একঝাক পাখির মধ্যে এখন কয়েকশো পাখী আসে উত্তরবঙ্গে, বিশেষজ্ঞরা জানিয়েছে এখন অনেক টাই কমে গেছে পাখিদের আসা, তাই পাখিদের ফেরানো নিয়ে উদ্যোগ নিতে চলেছেন বিশেষজ্ঞরা,।তবে মনে করা হচ্ছে অতিরিক্ত উষ্ণায়নের কারনেই মুখ ফেরাচ্ছে বিদেশী পাখিরা। যদি তাই হয় তবে উত্তরবঙ্গ বঞ্চিত হবে এক দুর্লভ জিনিস পাওয়া থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *