উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর সাথে দেখা করলেন বিধায়ক শঙ্কর ঘোষ, বেশ কিছু কথা হলো শিলিগুড়ির উন্নয়ন নিয়েও
শিলিগুড়ি : শিলিগুড়ির উন্নয়ন করতে হবে, আর সেটা নিয়েই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দরবারে হাজির হলেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। শঙ্কর ঘোষ এদিন জানান আমাদের মেয়র ব্যস্ত মানুষ, একেবারেই সময় দিতে পারেন না, তাই বাধ্য হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দরবারে আমরা হাজির হলাম। ভালো লাগলো উনি দেখা করলেন , কথা দিলেন। আশা করছি কাজ শুরু হয়ে যাবে। এদিন দুজনের সাক্ষাৎকার নিয়ে যথেষ্ট জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়, উদয়ন গুহ বিধায়কের সাথে দেখা করবেন কিনা এনিও সন্ধিহান ছিলেন সাংবাদিকরা। তবে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী সময় দিয়ে অনেকক্ষণ কথা বললেন শিলিগুড়ির বিধায়কের সাথে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান বিধায়ক এসেছিলেন, শিলিগুড়ির উন্নয়ন নিয়ে কথা বলতে তাই ওনাকে বসিয়ে রাখেনি, দরকার ছিল তাই তো এসেছেন। আশা করছি, যা আলোচনা হয়েছে তাতে শিলিগুড়ির ভালোই হবে। বেশ কিছুক্ষণ আলোচনার পরে , বিধায়ক শংকর ঘোষ বেরিয়ে এসে সাংবাদিকদের জানান যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা মোটামুটি সফল হয়েছে। আশা করছি শিলিগুড়ির উন্নতিতে সমস্যা থাকবে না।
