নবান্ন ফের নতুন নির্দেশিকা জারি করলো এ রাজ্যে লকডাউন নিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্য সরকার ফের রাজ্য জুড়ে লকডাউন নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য জুড়ে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায়।নবান্ন সূত্রে আরো খবর আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে এই নির্দেশিকা জারি থাকবে বলেও। সোমবার বেশ কিছু নিয়ম ও নির্দেশিকারও ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত সার্কুলারে। এও জানা গিয়েছে, এইসব নিষেধাজ্ঞা জারি থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া গাইডলাইন মেনেই। দিন কয়েক আগেই কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয় যে, আনলক ফাইভ জারি থাকবে আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত । আর এবার এবার আরও একটি নির্দেশিকা জারি করা হল রাজ্য সরকারের তরফেও।

রাজ্য সরকারের এই নতুন নির্দেশিকা অনুযায়ী,এখনই কোনো রকম অনুমতি দেওয়া হচ্ছে না স্কুল-কলেজ খোলার ব্যাপারে। প্রশিক্ষণ ছাড়া কোনও সুইমিং পুল ব্যবহার করা যাবে না কোনও প্রতিযোগিতার জন্য। যেখানে ২০০জন লোক জমায়েত হওয়ার মত জায়গা রয়েছে , সেখানে অনুমতি দেওয়া যেতে পারে ৫০ শতাংশ লোক উপস্থিত থাকার ক্ষেত্রে। যদি কোনো কারণে জমায়েত করার প্রয়োজন হয়, তবে খোলা জায়গায় অনুমতি সাপেক্ষে তা করা যেতে পারে। জমায়েত হওয়া মানুষের সংখ্যাও নির্ভর করবে সেই স্থানের আকারের উপর। কোনও সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠান করা যাবে না এমনকি কনটেনমেন্ট জোনের ভিতরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *