উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিশেষ সহযোগিতায় শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে নতুন এক রাস্তার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : রাজ্য সরকার এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় শিলিগুড়ি ৩৩ নম্বর ওয়ার্ডে নিজস্ব রাস্তার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান এই প্রকল্পের কাজ বহুদিন ধরে আটকে ছিল বিভিন্ন কারণে তা হচ্ছিল না। তবে আমার একটা চিন্তা ছিল মাথায়। তাই এই কাজের একটা সুরাহা করলাম। আমি চেষ্টা করব এই কাজ যত তাড়াতাড়ি সম্ভব যাতে শেষ হয়ে যায়। এই রাস্তাটা চালু হয়ে গেলে বহু মানুষের উপকার হবে। মানুষ মানুষের জন্য কাজ করে যাবে এটাই তো স্বাভাবিক ব্যাপার। এই রাস্তার উদ্বোধন হলে খুব সহজে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছাতে পারবে । এই রাস্তার গুরুত্ব অপরিহার্য । আমাদের দরকার উন্নত পরিষেবা, বিশেষ করে কোন রাস্তা কোন দেশ বা রাজ্যের উপর অনেকটাই নির্ভরশীল। তাই আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হবে এটাই আমরা চাই। এদিন এমনটাই জানালেন মেয়র গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *