উত্তরবঙ্গ চা নিলাম কেন্দ্র তালাবন্ধ চা পাতার অভাবে
বেস্ট কলকাতা নিউজ :মূলত চা পাতার জেলা হল জলপাইগুড়ি৷ আর জলপাইগুড়িতে উত্তরবঙ্গ চা নিলাম কেন্দ্র বা নর্থবেঙ্গল টি অকশন সেন্টারটি দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে আছে সেই চা পাতা না আসার কারণেই। এবার জলপাইগুড়ির চা পাতা ব্যবসায়ী এবং বিভিন্ন সংস্থা একজোট হল চা নিলাম কেন্দ্রটিকে পুনরুজ্জীবিত করা জন্য।
জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রটি চালু হয়েছিল ২০০৫ সালে৷ কিন্তু, সেখানে চা পাতা না যাওয়ায় কেন্দ্রটির অবস্থা হয়েছে মৃতপ্রায়। ২০১৫ সাল থেকে চা পাতার নিলাম সেখানে বন্ধ হয়ে গিয়েছে পাকাপাকিভাবে। উত্তরবঙ্গ চা নিলাম কেন্দ্রে পাকাপাকিভাবে অনলাইনে অকশন চালু হয় ২০১৩ সালের মে মাসে। এখন আলমারিতে বন্দি হয়ে আছে অকশনের জন্য আনা ল্যাপটপগুলি। অন্যদিকে, ভালভাবে চলছে শিলিগুড়ির চা পাতার নিলাম কেন্দ্রটি৷ সেখানে চা পাতা বেশি চলে যাবার ফলে জলপাইগুড়ি অকশন সেন্টারে কেনাবেচা হচ্ছে না ৷
আর তাই জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় কেন্দ্রের দ্বারস্থ হয়েছেন জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র চালু করার জন্য। জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রটি চালু করার জন্য তিনি চিঠি দিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রককেও। সাংসদের চিঠি পেয়েই সম্প্রতি টি বোর্ডের প্রতিনিধিরা চা নিলাম কেন্দ্রে যান চা নিলাম কেন্দ্রের বর্তমান পরিস্থিতি জানতে । সেখানে পরিস্থিতি খতিয়ে দেখে ওই প্রতিনিধি দল জানিয়ে দেয়, কোনও পরিকাঠামো নেই জলপাইগুড়িতে চা পাতা নিলামের৷