পুজোর প্রস্তুতি শুরু জোরকদমে ! সন্তোষ মিত্র স্কোয়ার সেরে ফেলল খুঁটি পুজো

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের ঢাকে কাঠি পড়ল করোনা আবহে। সন্তোষ মিত্র স্কোয়ার তাদের খুঁটিপুজো সেরে ফেলল কিছুটা দুশ্চিন্তা এবং প্রচুর উত্‍সাহ ও উদ্যোগ নিয়েই। আগের বছর ক্লাবের বার্তা ছিল, হেঁটে নয় ঠাকুর দেখুন নেটে। কিন্তু এবছর হেঁটে নাকি নেটে ঠাকুর দেখতে হবে সে বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ এখনও নিশ্চিত নন। কারণ বারবার পরিবর্তন হচ্ছে করোনা পরিস্থিতি।কলকাতায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার ছিল গত বছর দুর্গা পুজোর সময়। তাই এ বছরও করোনা পরিস্থিতি ক্লাব কর্তৃপক্ষের উদ্বেগ ক্রমশ বাড়াচ্ছে।

২০২১ এর দুর্গাপুজো হলো সন্তোষ মিত্র স্কোয়ারের ৮৬তম পুজো। অত্যন্ত ঐতিহ্যশালী কলকাতার একদম প্রথম সারিতে থাকা এই ক্লাবের পূজো। ৩০শে আগস্ট বেশি ভিড় ছিল না ক্লাবের খুঁটি পুজোতে।পুজো করা হয়েছে যথেষ্ট কোভিড নিয়ম মেনে।সন্তোষ মিত্র স্কোয়ারে জোরকদমে পুজোর প্রস্তুতির সূচনা হল লাল কাপড় এবং ফুলের মালা দিয়ে সাজানো দীর্ঘ খুঁটি পূজার মধ্য দিয়েই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *