উত্তরবঙ্গ জুড়ে বন্যার আশঙ্কা রাতভোর বৃষ্টির কারনে , প্রবল বৃষ্টির দাপট শিলিগুড়িতেও
শিলিগুড়ি : গতকাল রাত থেকেই আবার বৃষ্টির কারনে গোটা উত্তরবঙ্গ জুড়েই বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকে, গতকাল রাত এগারোটা থেকে শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকাজুড়েই বৃষ্টি শুরু হয়েছে, বেশ কিছু ওয়ার্ড চলে গেছে জলের তলায়, সাধারনত শিলিগুড়িতে বেশ কিছু ওয়ার্ডে বর্ষা আসলেই বাড়িতে জল ঢুকে যায়, এবারেও তার ব্যাতিক্রম হয় নি, কয়েক ঘন্টার বৃষ্টির কারনে শিলিগুড়ির অর্ধেক এলাকা চলে গেছে জলের নীচে। শিলিগুড়ির মহানন্দা নদীর জল বিপদসীমা পার করে দেবে এই শঙ্কাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিকে গতকাল রাত থেকেই মহানন্দা নদীর জল ফুসতে শুরু করে দিয়েছে, বেশ কিছু এলাকার স্থানীয় বাসিন্দাদের এলাকা ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। বেশ কিছু এলাকা উচু বলে কিছু না হলেও অধিকাংশ এলাকায় জল জমে যায়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতি বছর বন্যার সময় এই অবস্থার সৃষ্টি হলেও কোন ব্যাবস্থা নেয় না পুরসভা এবং স্থানীয় রাজনৈতিক দলের অফিষগুলি। ফলে ভুগতে হয় আমাদের। শিলিগুড়ির বেশ কিছু এলাকাতে জল জমা নিয়ে ক্ষোভ আছে বাসিন্দাদের, প্রশাসন কোন ব্যাবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছে তারা।