উত্তরবঙ্গ জুড়ে রেকর্ড ফলন ফুলকপির দাম কেজী প্রতি পনেরো টাকা
নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গ জুড়ে এবারে রেকর্ড ফলন ফুলকপির দাম একেবারেই জলের দরে পনেরো টাকা করে।এত কম দামে বিক্রি হচ্ছে কফি যে ভাবতেই পারছেন না সাধারন মানুষ।অনেকেই জানিয়েছেন গত দশ বছরে এত দাম কমে নি ফুলকপির। এত ফলন হয় নি বলে জানালেন শিলিগুড়ি বিধান মার্কেটের একজন সবজী বিক্রেতা। তিনি জানালেন এবারে রেকর্ড ফলনের কারনে মানুষ জলের দামে কিনতে পারছেন ফুলকপি। অতিপ্রিয় এই কপির দাম একেবারেই নীচে নেমে যাওয়ায় পাইকারি বিক্রেতারাও কিছুটা হতাশ। কারন এত কম দামে বিক্রি হলে আবার দাম উঠবে কবে কেউই জানেন না। সবচাইতে বড় বিষয় শীতের সময় সবজীর দামের হেরফের থাকে অনেকটাই। তবে বেশী নীচে চলে গেলে আমাদের অসুবিধা অনেকটাই। কারন এতে অনেকেই মনে করেন এতে বাজারের মান অনেকটাই কমে যায়। শিলিগুড়ির বিভিন্ন কয়েকটি প্রধান বাজারে সবজীর দাম অনেকটাই কমে যাবে বলে জানিয়েছেন ক্রেতারা। যতটা পারা যায় দাম যদি ভারসাম্যের মধ্যে থাকে তবে আমাদের মানে দুপক্ষেরই সুবিধা এবং সূযোগ থাকে বাজারের সুবিধার জন্য। এত কম দাম হলে সমান ভারসাম্য থাকে না বলে জানিয়েছেন তিনি।