উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অচল মেস পরিসেবা, একেবারে চরম বিপাকে ছাত্রছাত্রীরা
নিজস্ব সংবাদদাতা : বহুদিন থেকেই মূলত মেস পরিষেবা বন্ধ রাখা হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রামকৃষ্ণ হল অফ রেসিডেন্সে । একেবারেই বন্ধ না হলেও চরম বিপাকে মেসে থাকা ছাত্রছাত্রীরা। মেস পরিষেবা বন্ধ করে দেওয়ায় এদিকের সকাল থেকেই বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। তাদের আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্য নেই। উপাচার্য না থাকায় রেজিস্ট্রার সহ ফিনান্স অফিসার ও একাধিক উচ্চপদ শূন্য। পদ শূন্য থাকায় আর্থিক সংকটে পড়ে হোস্টেল কর্তৃপক্ষ মেস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ।এরফলে চরম সমস্যায় পড়েছেন পড়ুয়ারা।
এই কারনে এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে মেস পরিষেবা স্বাভাবিক করার দাবিতে ক্ষোভে ফেটে পড়েন আবাসিক শিক্ষার্থীরা। আগামীদিনে পরিষেবা স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি শিক্ষার্থীদের। টাকা দিয়েও পরিষেবা পাচ্ছেন না তারা এর ফলে বাড়তি টাকা খরচ করে খেতে হচ্ছে তাদের। একে সমস্যা তার উপরে বাড়তি খরচে প্রচণ্ডভাবে ক্ষুদ্ব আবাসিকেরা। তারা জানিয়েছেন যদি দুই এক দিনের মধ্যে সমস্যা না মেটান কতৃপক্ষ তাহলে তারা একসাথে মেস ছাড়তে বাধ্য হবেন। তাদের জন্য তাদের অভিভাবকেরাও পর্যন্ত চিন্তা নিয়ে থাকছেন, সন্তানেরা কি খাচ্ছে কি খাচ্ছেনা এবং কোথায় খাচ্ছে এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন তারা। ক্ষুদ্ব আবাসিকেরা এও জানিয়েছেন এর ফলে বাড়তি টাকা দিয়ে ভাড়া বাড়িতে থাকবার চিন্তাভাবনা করছেন তারা।