শোভন-ববিরা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না নারদ মামলায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :বৃহস্পতিবারের পর পাঁচ বিচারপতির বেঞ্চে নারদ মামলার শুনানি শুরু হয় আজ সকালে৷ সেখানে প্রথমে আইপি মুখোপাধ্যায় সওয়াল করেন শর্তসাপেক্ষে জামিন দেওয়ার পক্ষে৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিও জানান জামিন দেওয়া যেতে পারে শর্তসাপেক্ষে। কিন্তু সলিসিটর জেনেরাল বলেন ,জামিন দিলেও এদের চলবে না সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া । সেক্ষেত্রে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়র জামিন মঞ্জুর করা হয় ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে৷

তবে চার হেভিওয়েটের সংবাদমাধ্যমে মুখ খোলায় নিষেধাজ্ঞা রয়েছে নারদ মামলা নিয়ে৷শর্ত সাপেক্ষে কলকাতা হাইকোর্ট চার হেভিওয়েট নেতার জামিন মঞ্জুর করে৷ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হয়েছে ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে৷

আইপি মুখোপাধ্যায় বলেন, সাময়িক ভাবে অভিযুক্তদের শর্তসাপেক্ষে জামিন দেওয়া যেতে পারে । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিও জানান জামিন দেওয়া যেতে পারে শর্তসাপেক্ষেও । কিন্তু সলিসিটর জেনেরাল বলেন ,জামিন দিলেও সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া চলবে না এদের। বিচারপতি আইপি মুখোপাধ্যায় তখন জানিয়ে দেন, তাদের এই পরিস্থিতিতে মানুষের সঙ্গে কথা বলার সুযোগ নেই ৷ এরা মানুষের পরিষেবা সঙ্গে যুক্ত।

শুরুতেই সলিসিটর জেনেরাল তুষার মেহেতা জামিনের বিরোধিতা করে বলেন, প্রভাবশালীদের জামিন মঞ্জুর করা হলে তার প্রভাব পড়বে আদালতের উপর।২০১৭ সালে তদন্ত শুরু হয়েছে৷ এখন কেন গৃহবন্দি করতে হল তাদের? সলিসিটর জেনেরালের উদ্দেশে প্রশ্ন বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *