উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনায় সফলতা পেল পুলিশ
শিলিগুড়ি : উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একটি মোবাইল টাওয়ারে ব্যাটারি চুরির ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হল অভিষেক মন্ডল নামের এক যুবককে। জানা গেছে তার বাড়ি শিলিগুড়ির চাম্পাসারি এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থিত একটি বেসরকারি মোবাইল টাওয়ারের মেশিন থেকে ধারাবাহিকভাবে ব্যাটারি চুরি হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর মেডিকেল ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে অভিষেকের নাম এবং তাকে গ্রেপ্তার করা হয়। অবশেষে তার হেফাজত থেকে চুরি যাওয়া ৫ বড় ব্যাটারি ও ৭০টি ছোট ব্যাটারি উদ্ধার করে পুলিশ। এরপর অভিযুক্ত কে শিলিগুড়ি আদালতে তোলা হয়। এই চুরি কাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখে মেডিকেল ফাঁড়ির পুলিশ।
