উত্তরাখণ্ডের বিপর্যয়ের জেরে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা, নজরদারির কাজ শুরু হল ড্রোন দিয়ে
বেস্ট কলকাতা নিউজ : টানা তিনদিন কেটে গিয়েছে উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে তুষার ধসের পর । এখনো উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ দেহ। এমনকি উত্তরাখন্ডের চামোলি জেলা সম্পূর্ণ বিধ্বস্ত হড়পা বানের জেরে। সরকারি হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে ৩২টি দেহ। এখনও নিঁখোজ ১৭০ জন। আরও জীবিতদের উদ্ধার করা যেতে পারে তপোবন ও ঋষি গঙ্গা প্রজেক্টের এলাকায় , এমনই আশা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল আরও জানিয়েছে এখনও টানেলে আটকে থাকতে পারেন ৩০ জন শ্রমিক। ওই কর্মীরা কাজ করছিলেন তপোবন পাওয়ার প্রজেক্টে। ড্রোনের সাহায্যে নজরদারির কাজ চলছে সেখানে। খুঁজে দেখা হচ্ছে আর কোথাও কোনো প্রাণের সম্ভাবনা রয়েছে কিনা।
এদিকে ভারতীয় সেনার মেজর জেনারেল রাজীব চৎপল জানিয়েছেন, জয়েন্ট অপারেশন চলছে আটকে থাকা মানুষকে উদ্ধার করতে। এমনকি একসঙ্গে মিলে কাজ করছে এনডিআরএফ, এসডিআরএফ ও ভারতীয় সেনাবাহিনীও।এই উদ্ধারকাজ চলছে দুরকম ভাবে। টানেলের মধ্যে থেকে কাদামাটি বাইরে বের করে আনার কাজ করছে একটি দল। আর যেখানে কাদামাটি উপর পর্যন্ত ভর্তি হয়ে রয়েছে সেনাবাহিনীর জওয়ানরা সেখানে হুলের সাহায্যে দড়ি বেয়ে নেমে উদ্ধার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মাটি বের করে এনে।