পুজোর প্রস্তুতি বৈঠক, পুজো উদ্দ্যোক্তাদের জন্য ১৩ দফা নির্দেশিকা জারি করলো লালবাজার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দরজায় করা নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বাকি আর মাত্র দেড় মাস তার আগেই কলকাতা পুলিশের কর্তারা পুজোর নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে পুজো সমন্বয় কমিটির সঙ্গে বৈঠক সেরে নিল । সোমবার লালবাজারের বৈঠকে লালবাজারের পক্ষ থেকে পুজোয় ১৩ দফা নির্দেশিকা জারি করা হয়েছে।

লালবাজার সূত্রের পাওয়া খবর অনুযায়ী , পুরানো পুজো ছাড়া কোনো মতেই নুতন করে কোনও পুজোর জন্য কোনও আবেদনই মঞ্জুর করা হবে না। এদিন লালবাজার কতৃপক্ষ জানিয়ে দিল কলকাতা পুলিশ, সিইএসসি, কেএমসি এবং ফায়ার ব্রিগেডের অনুমতি নিতে আবেদনের নীয়মাবলিও । পুজোর অনুমতির জন্য আবেদন পত্র পাওয়া যাবে ৩০ আগস্ট থেকে। স্থানীয় থানা থেকেই সংগ্রহ করতে হবে পুজোর আবেদন পত্র । তবে শর্ত থাকবে , আবেদন পত্র সংগ্রহের সময় দেখাতে হবে গত বছরের পুজোর অনুমতির ফটো কপি। এছাড়াও পুজো উদ্যোক্তারা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইতে গিয়ে ‘আসান’ -এর মাধ্যমে ফর্ম সংগ্রহ করতে পারেন। একইসঙ্গে পুরসভার বোরো অফিসে ১৯ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে নো অবজেকশন করে স্থানীয় থানায় আবেদন পত্র জমা দিতে পারবেন পুজো উদ্দ্যোক্তারা । আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ সেপ্টেম্বর। লালবাজারের আরও শর্ত, কোনোমতেই যেন ১৭.৬ ফুটের বেশি না হয় প্রতিমার উচ্চতা। পুজোর প্যান্ডেল নির্মাণ করা যাবে না শহরের নাগরিক দের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তায় । জোর করে বা ভয় দেখিয়ে কোনও ভাবেই কোনও পুজো কমিটি চাঁদা আদায় করতে পারবেন না। সে ক্ষেত্রে আইনী ব্যাবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট পুজো কমিটির বিরুদ্ধে । লাইসেন্স প্রাপ্ত ঠিকাদার ছাড়া অন্য কাউকে আলোক সজ্জার দায়িত্ব দেওয়া যাবে না। পান্ডেলের মধ্যে সিসিটিভি ক্যামেরা ব্যাবস্থা চালু রাখতে হবে ২৪ ঘণ্টাই । পুজমণ্ডপ ও তার সংলগ্ন এলাকার আয়তন অনুযায়ী দর্শক ধারণ ক্ষমতা দেখে vip card বিতরণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে । কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে করতে হবে পুজোর প্যান্ডেল নির্মাণ ও শব্দর ব্যাবস্থা। যদি কোনও কতৃপক্ষ উৎসৃঙ্গল আচরণ করে
তবে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা নেবে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *