উত্তরে হওয়ার প্রবল দাপট সকাল শুরুহতেই , আর কতদিন শীতের আমেজ ? প্রশ্ন আমজনতার মনে
সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বাড়লেও শীত চলছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে ফের পারদ পতন হবে বাংলায়। ফলে চলতি সপ্তাহেই আরও এক ঝোড়ো ইনিংস চলবে বঙ্গে। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেলেও শীতের আমেজ ভরপুর বজায় রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্য প্রবাহের পরিস্থিতি। উত্তরবঙ্গে চলছে শীত(Winter)। ঘন কুয়াশায়(Fog) ঢেকে গিয়েছে পার্বত্য জেলাগুলি। উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় শীতল দিনের পরিস্থিতি।
সামান্য বাড়ল সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে এদিন সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার থেকে ফের একবার পারদ পতন হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টা আকাশ মূলত পুরস্কার থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়লেও বজায় থাকবে শীতের আমেজ। সকাল থেকেই দাপট থাকবে উত্তরে হওয়ার।