উদ্ধার হলো ‘কাটমানি’ কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতার ঝুলন্ত মৃতদেহ , ছাড়ালো চাঞ্চল্য’
বেস্ট কলকাতা নিউজ : ‘কাটমানি’ কাণ্ডেএখন সরগরম সমগ্র বাংলা । এই মুহূর্তে বাংলার রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ খবর ‘কাটমানি’। কোথাও এই টাকা ফেরতের দাবিতে চলছে ঘেরাও বিক্ষোভ, কোথাওবা এলাকাবাসীর বিক্ষোভের জেরে এক রকম ঘরছাড়া হয়ে পড়েছে শাসক দলের নেতা নেত্রীরা। এরইমধ্যেই বর্ধমানের এক তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ।
পাওয়া খবর অনুযায়ী, বর্ধমানের নীলপুরের তৃণমূল নেতা পূর্ণেন্দু চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কাটমানি নেওয়ার। আর বছর ৫৩ এই নেতাকে বিক্ষোভকারীরা ঘেরাও করতে এসে তাঁকে বাড়িতে পাননি । এরপর পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের দেহ শ্রীরামপুরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর । ঘটনার পর থেকেই মৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগ ছিল বিজেপির দিকে। প্রসঙ্গত, আবাস যোজনার এক প্রকল্পে পূর্ণেন্দু চট্টোপাধ্যায় ৩০ হাজার টাকা কাটমানি নিয়েছিলেন বলেও অভিযোগ ওঠে। সেই অভিযোগের জেরেক্ষোভে ফুঁসছিল গোটা এলাকার মানুষজন । তারপরই এলাকাবাসী শাসক দলের নেতার বাড়িতে চড়াও হয়। এরপর পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার হওয়ায় রীতিমতো সরগরম বাংলার রাজ্য রাজনীতি।