উদ্বোধন হল শিলিগুড়ির আশ্রমপাড়া জগদ্ধাত্রী পূজার ২৬ তম বর্ষের, উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি আশ্রমপাড়া ১৪ নম্বর ওয়ার্ডে জগদ্ধাত্রী পূজা উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। ২৬ তম জগদ্ধাত্রী পুজোর অন্যতম প্রধান আহ্বায়ক রাজু দাস জানালেন আমাদের এটা ২৬ তম বর্ষ। প্রতিটি বছর আমরা যথেষ্ট পরিমাণে সাফল্যের সাথে এই জগদ্ধাত্রী পূজোর আয়োজন করে আসছি। আমার এই জগতে পূজা কমিটির সদস্যরা। এবং অবশ্যই ১৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ। প্রতিবছরই আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করি, কিংবা আয়োজন করি এই জগদ্ধাত্রী পুজোর। এছাড়া প্রতিদিনই থাকে প্রসাদ বিতরণ। যেটা আমরা সবার জন্য করতে চেষ্টা করি। আর সবচাইতে বড় কথা আমরা মানুষের আদর ও আশীর্বাদ পাই।
এদিকে প্রধান অতিথি মেয়র গৌতম দেব এদিন জানান, আমি প্রতিবছর এই পূজার উদ্বোধনে আসি। বলতে পারেন এটা আমার কাছে একটা আলাদা অনুভূতি। ওরা যথেষ্ট সম্মান করে আমাকে, এবং আমিও এখানে আসতে পছন্দ করি। এই পুজোর অন্যতম উদ্বোধক ডেপুটি মেয়র রঞ্জন সরকার এদিন বলেন আমার কাছে এই পুজোটা নিজের বাড়ির পূজোর মতো। প্রতিবারই আসি, এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাই। ঈশ্বর সবাইকে সুস্থ এবং স্বাভাবিক রাখুক, মঙ্গল করুক সবার। এবং সবার মনের ইচ্ছা পূরণ হোক এই আশা রাখি। এদিন উদ্বোধনী সংগীত ছাড়া অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠানও । যেখানে পাড়া থেকে আশা শিল্পীরা সংগীত প্রতিযোগিতায় যোগ দেন। রাজু দাস এও জানান আমরা প্রতিবছর প্রতিদিন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করি। এটার ব্যতিক্রম এবারে হবে না। মানুষের আশীর্বাদে, এই বছরও আমরা যথেষ্ট সাফল্যের সাথে এই পুজোর আয়োজন করবো বলেও এদিন তিনি জানান।