উন্নয়ন হচ্ছে না শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের, মানুষের অভিযোগ পেয়ে দীনবন্ধু মঞ্চে গেলেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : উন্নয়ন হচ্ছে না দীনবন্ধু মঞ্চের এমনি অভিযোগ শিলিগুড়ির মানুষের । এদিকে এই অভিযোগ পেয়ে দীনবন্ধু মঞ্চে গেলেন মেয়র গৌতম দেব। জানা গেছে বহুদিন ধরে কাজ হচ্ছে না শিলিগুড়ির প্রিয় দীনবন্ধু মঞ্চের। সিনেমা দেখতে গিয়ে ভাঙা চেয়ার দেখে ক্ষোভে ফেটে পড়ছেন দর্শকেরা। এত পুরনো সিনেমা হল তাও রাজ্য সরকারের। শিলিগুড়ির মানুষ বহুদিন ধরে দীনবন্ধু মঞ্চে আসছেন। এখানে সিনেমা দেখছেন।

তারা জানান এই হলের অবস্থা দেখে নিজেদের কষ্ট লাগে। অবিলম্বে সিনেমা হল ঠিক করার দায়িত্ব নিক রাজ্য সরকার। তাই এদিন আর দেরি না করে মেয়র গৌতম দেব অন্যান্য বস্তুকারদের নিয়ে চলে আসলেন দীনবন্ধু মঞ্চে। মেয়র এদিন জানান সময় পাচ্ছিলাম না। তবে আজকে দেখিয়ে দিয়ে গেলাম । আশা করি কাজ তাড়াতাড়ি শুরু করতে পারব। প্রচন্ড সমস্যা এই সিনেমা হলটিকে ঘিরে। ভালো হয়ে গেলে ভালো ভালো সিনেমা আনতে হবে । তিনি আরো জানান শহরের মধ্যে এই হল শিলিগুড়ির মানুষের প্রিয় । তাই এটা আমারও দায়িত্বের মধ্যে পড়ে, এই হল কে ঠিক করে রাখা। একজন মহানাগরিক হিসেবে এটা আমার কর্তব্য বলে এদিন জানান মেয়র গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *