“এই ঘটনা যেন আর না ঘটে”,এমনটাই জানালেন আরজিকরের ঘটনায় হতবাক ঋদ্ধিমান সাহা
নিজস্ব সংবাদদাতা : আরজি করার ঘটনায় হতবাক ঋদ্ধিমান সাহা। তিনি জানান আমারও তো মেয়ে আছে সে বড় হচ্ছে পড়তে যাবে চাকরি করবে সব দিক দিয়ে চিন্তা মাথায় ঢুকে গেল আমার। এই ঘটনা নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো বলেও জানান পাপালি। তিনি আরো জানান শিলিগুড়িতে থেকেও এ ঘটনা নিয়ে আমি হতবাক বিতশ্রদ্ধ। ভাবতেই পারি না আমাদের মতো সভ্য দেশের সভ্য রাজ্যে কিভাবে এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটে যায়। একটা মেয়ে, তার স্বপ্ন আশা ভবিষ্যৎ সব শেষ করে দিল কিছু মানুষ। লোভ এবং লালসা আমাদের কাছে এমন এক জায়গায় এসে পৌঁছেছে যে আমরা কিছুই ভাবতে পারি না। স্বার্থের জন্য আমরা সবকিছু করতে পারি। কি হলো কার কি এসে গেল আমাদের কিছুই যায় আসে না। প্রশাসনের কাছে আমার এইটুকুই অনুরোধ সিবিআই যেহেতু এখন ব্যাপারটি দেখছে। যেভাবেই হোক যে বা যারা দোষী তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কি ধরনের শাস্তি তাদের প্রাপ্য এটাকে কেউই বলতে পারবেন না, একটা ঘটনা গোটা রাজ্যবাসীকে হতবাক করে দিয়েছে, কেউ আগামী দিনের কথা ভেবে শিউরে উঠছেন, আবার কেউ বলছেন তারা ভাবতেই চান না তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে,।
তিনি এও বলেন আমিও একজন কন্যা সন্তানের বাবা, আমার মত কত মানুষ আছে যারা মেয়েকে মানুষ করছেন তাদের ঘিরে স্বপ্ন দেখছেন তারা কি করে তাদের মেয়েদের ভবিষ্যৎ তৈরি করবেন? আরজি করে এই ঘটনা আমাদের সমাজের মূল মানসিকতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল । তিনি জানান আমরা শুধু নিজের কথা ভাবি নিজের পরিবারের কথা ভাবি সমাজের কথা ভাবি না ভাবলে আজ এই জায়গায় আসতে হতো না। সাত দিন হয়ে গেছে, মানুষ কিন্তু ভুলতে পারেনি তার কি করার কথা, তাই আমাদের একটাই দাবি দোষীদের ঘৃণ্ন থেকে ঘৃন্যতম শাস্তি হোক , কোন শাস্তি তাদের কাছে সমান গ্রহণযোগ্য নয় জানালেন তিনি।