কলকাতা পৌরনিগম ফের প্রচার অভিযানে নামল করোনা নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা পৌরনিগম বিশেষ গুরুত্ব দিয়েছে সম্পন্ন ও অভিজাত ৪ বোরো এলাকায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে। তবে শুধুমাত্র প্রচার করাই নয় , কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যেই শুরু করছে বাড়ি বাড়ি গিয়ে অসুস্থদের সমাপ্তিকরণ ও পৃথকীকরণ এর কাজও। এর সঙ্গেই করোনার সংক্রমণ রুখতে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এলাকায় এলাকায় মাস্ক প্রদান কর্মসূচিকেও। কলকাতা শহরে ইতিমধ্যে টিকাকরণ এর কাজ চলছে ৬৯ টি স্বাস্থ্য কেন্দ্র থেকে । গত ৮ দিনে ৪৫ ,৬০০ দশজনকে টিকাকরণ করা হয়েছে শহরে।

কলকাতা পৌরনিগম ফের নতুন করে সচেতনতা প্রচার অভিযানে নেমেছে কলকাতা নাগরিকদের মধ্যে করোনা নিয়ে উদাসীন ভাব কাটাতে।শহরে প্রতিটি বোরোতে একটি করে অটোতে প্রচার মাইকিং করবে জনসচেতনতা প্রচার চালাতে। ও দুটি করে অটো সচেতনতামূলক প্রচার চালাবে চারটি বোরোতে করোনার সংক্রমণ অধিক হওয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *