এই যাত্রার সুফল আসবেই, শিলিগুড়িতে এসে এমনটাই জানালেন রাহুল গান্ধী
শিলিগুড়ি : গতকাল শিলিগুড়িতে এসে পৌছালেন রাহুল গান্ধী। শিলিগুড়িতে পৌছে রাহুল গান্ধী জানালেন এই যাত্রার সুফল আসবেই। রাহুল গান্ধী এদিন শিলিগুড়িতে এসে পৌছানো মাত্রই তাকে অভিনন্দন জানান দার্জিলিং জেলা সভাপতি শঙ্কর মালাকার। এদিন এসেই রাহুল গান্ধী সাংবাদিকদের জানান আমাদের দরকার একেবারে সচ্ছ ভারত। যা আগামীদিনে ভারতের ভবিষ্যত কে উজ্জ্বল করতে পারবে। এদিন রাহুল গান্ধী বিজেপীকে আক্রমন করে জানান বিজেপী রামকে রাজনৈতিক উপায়ে ব্যাবহার করে ভোটে জিততে চাইছে। কিন্তুু তাদের মনে রাখতে হবে যে এটা লোকসভা ভোট এখানে মানুষ চিন্তা করেই ভোট দেবে। কোন ভন্ডামী কাজে আসবে না। এইভাবে মানুষকে হেনস্থা করে ধর্মকে হাতিয়ার করে ভোটে জিততে চাইছে বিজেপী। এটা হবে না।
কংগ্রেস এবারে দৌড় শুরু করেছে কাজেই বিজেপী হুশিয়ার। আমাদের লক্ষ ভারতের মাটিকে পবিত্র করে তোলা।বিজেপী চাইছে ধর্মকে সামনে নিয়ে এগিয়ে চলতে। এদিন রাহুল গান্ধীর সাথে ছিলেন কংগ্রেসের উত্তরের সমস্ত জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রচুর মহিলা সদস্য এবং সমর্থকেরা। এদিন শিলিগুড়িতে নেমেই রাহুলকে দেখে উচ্ছাসে ফেটে পড়েন কংগ্রেসের সদস্য এবং সমর্থকেরা। হাত নাড়িয়ে তাদের জবাব দেন “রাগা”।