রাজ্য স্বাস্থ্য দপ্তর পিছু হটল কোরোনা পরীক্ষার খরচ কমিয়ে দিয়েও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : স্বাস্থ্য দপ্তর পিছু হটল RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য খরচ কমানোর নির্দেশ জারি করার পরেও। তারা একরকম প্রত্যাহার করে নিল এমনকি খরচ কমানোর নতুন নির্দেশও। নির্দেশ অনুযায়ী, ১ হাজার ২০১ টাকা খরচ বেঁধে দেওয়া হয়েছিল RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য। আগে যেখানে খরচ পড়ত ২ হাজার ২৫০ টাকা ।বেসরকারি হাসপাতাল, ক্লিনিকের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ উঠেছিল RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য বেশি টাকা নেওয়ারও। আর যার জেরেই রাজ্য সরকার RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য খরচ বেঁধে দিয়েছিল বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে

আর এদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তর ১ অক্টোবর নতুন এক নির্দেশিকা জারি করে জানায়, ২৮ সেপ্টেম্বরের ওই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে অনিবার্য পরিস্থিতিতে। স্বাস্থ্য দপ্তর সূত্রে আরও খবর, ২৮ সেপ্টেম্বরের ওই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে টেকনিক্যাল কারণবশত। এখনও ইসু করা হয়নি‌ সংশোধিত ওই নির্দেশ। তবে তা প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই জারি করা হবে সংশোধিত এই নির্দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *