একজন ক্রীড়াপ্রেমী হিসাবেই থাকতে চাই জানালেন শান্তনু বোস
বেস্ট কলকাতা নিউজ : ব্যাডমিন্টন তার সবকিছু, এই খেলাই তাকে জীবনে নাম এবং প্রতিষ্ঠা দিয়েছে, আজকে এই খেলার জন্যই তাকে মানুষ একডাকে চেনে। ব্যাডমিন্টন ছাড়ার পরেও তিনি যুক্ত আছেন এই খেলার সাথে, নিজে খেলছেন এবং নিজে শেখাচ্ছেনও, জানালেন যখন খেলতাম আমার একটা আলাদা পরিচয় ছিল, এখন খেলি না তাও একটা আলাদা পরিচয় তৈরী হয়েছে আমার শুধুমাত্র ব্যাডমিন্টন খেলেছি বলে, আমার পরিবারের লোকজনের সমর্থন না থাকলে আজকে আমি এতটা দুরে আসতে পারতাম না, জানান শান্তনু বোস। আমি এখন খেলোয়াড় তৈরী করছি, এটাও তো একটা বড় কাজ, আমার কাছ থেকে যদি একদুই জন খেলোয়াড় উঠে আসে তবে আমার চেয়ে বড় সুখি আর কেউ হবে না । তিনি আরো জানান খেলাকে ভালোবাসলে বড় খেলোয়াড় তৈরী করা যায়, এই শিলিগুড়ি শহরে প্রচুর প্রতিভা আছে, তাদের খুজে বের করতে হবে। তিনি বাংলার হয়ে প্রচুর ম্যাচ খেলেছেন । তিনি জানান আমার কাজ খেলে যাওয়া, খেলার মধ্যে থেকেই জীবনের লড়াই খুজে পেয়েছি আমি, ভবিষ্যতেও আমি এই কাজটাই করে যেতে চাই ।