একটা নিয়োগও করতে পারে না ‘নির্লজ্জ কমিশন’ রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা
বেস্ট কলকাতা নিউজ : এবার তুমুল ধস্তাধস্তি নিয়োগ দুর্নীতির জেরে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে চাকরিপ্রার্থীদের আন্দোলনকে ঘিরে। পরে পুলিশ এসে আন্দোলন হটিয়ে দেয় সল্টলেকের করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে থেকে । চাকরি প্রার্থীরা আরও বলেন, কমিশন ঠিক মতো একটা নিয়োগ করতে পারে না। মূলত সল্টলেক এদিন বেশ সরগরম হয়ে ওঠে দ্রুত নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের এসএসসি ভবন অভিযানকে ঘিরে।
এদিকে এদিন বিশাল পুলিশ নামিয়ে আটকে দেওয়া হয় বিক্ষোভ মিছিল । বিক্ষোভকারীরা ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতিতে সরকার জড়িত বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা । বিক্ষোভকারী এও বলেন, ন’বছর ধরে আমরা বঞ্চিত। আমাদের আজ এই অবস্থা কমিশনের লাগাতার ভুল ভ্রান্তির কারণে । ওরা অন্যায় করছে। আমরা দু’বার ইন্টারভিউ দিয়েছি। এদিকে এই ধস্তাধস্তির জেরে অসুস্থ হয়ে পড়েন এক চাকরি প্রার্থী। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। চ্যাঙদোলা করে পুলিশ তাঁকে সরিয়ে নিয়ে যায়। একটি ছায়া বসানো হয় তাঁকে।